বাধক বেদনার হোমিওপ্যাথিক চিকিৎসা

 বাধক বেদনার হোমিওপ্যাথিক চিকিৎসা


বাধক বেদনার হোমিওপ্যাথিক চিকিৎসা

বাধক বেদনা কি? 

প্রাথমিক বাধক বেদনা- ‍কৈশোরে রজঃচক্র শুরুতেই দেখা দেয় এর সাথে তলপেটের কোনো রোগের সাথে সম্পর্ক থাকে না। এটি অতিরিক্ত প্রোষ্টাগ্লান্ডিন এর কারণে হয়।এটি একটি স্ত্রী রোগ। নারীদের অনিয়মিত, ঋতুবন্ধ বা স্বল্পঋতু। ঋতুকালে স্ত্রীজন ইন্দ্রিয়ের যান্ত্রিক বা ক্রিয়া বিকৃতির এবং স্নায়ুবিক কারণে যদি অল্প রক্তস্রাবসহ তলপেটে ও কোমরে কষ্টকর ব্যাথা থাকে তবে তাকে কষ্টরজ, ঋতুশূল বা সাধারন কথায় বাধক বেদনা বলে। দেহ রোগ তত্বের উপর ভিক্তি করে একে দুই ভাগে ভাগ করা যায়।

দ্বিতীয় বাধক বেদনা খুবই বিরক্তিকর, এটির সাথে অবশ্যই মহিলাদের তলপেটের বিভিন্ন সমস্যা সম্পৃক্ত থাকে যা সাধারনত কৈশোরকালে হয় না। এটি জরায়ু, ডিম্বাশয় নালী এবং ডিম্বাশয়ের বিভিন্ন রোগ ও বিকৃতির কারনে হয়।
বাধক বেদনার প্রকারভেদ
বাধক বেদনাকে তিন ভাগে ভাগ করা হয়। যথা-

 ১) সংকোচন জনিত বাধক।

২) রক্তাধিক্য জনিত বাধক।

৩) ঝিল্লীযুক্ত বাধক।

বাধক বেদনার লক্ষণভিত্তিক আলোচনা হোমিওপ্যাথিক ঔষধসমুহের

পালসেটিলা: বিলম্বিত বা অবদমিত মাসিক প্রবাহের সাথে বমি বমি ভাব বা অজ্ঞানতা এই প্রতিকার ব্যবহার করার পরামর্শ দে। খুব গরম হওয়া বা ঠাসাঠাসি ঘরে থাকা জিনিসগুলিকে আরও খারাপ করে তোলে। বেয়ারিং-ডাউন অনুভূতি সহ ক্র্যাম্পিং ব্যথা, স্বল্প প্রবাহের সাথে বা ঘন, অন্ধকার, জমাট স্রাবও ঘটতে পারে পরিবর্তনযোগ্য লক্ষণগুলি প্রাশই পালসেটিলাকে নির্দেশ করে । মহিলার মেজাজও পরিবর্তনশীল, এবং সংবেদনশীল (এমনকি অশ্রুসিক্ত) মানসিক অবস্থার সাথে মনোযোগ এবং সহানুভূতির আকাঙ্ক্ষাও সাধারণ। এই প্রতিকারটি হরমোনের পরিবর্তনের সাথে জড়িত অনেক অবস্থার সম নির্দেশিত হ এবং এটি প্রাশই মেয়েদের জন্য সহাক যারা সম্প্রতি পিরিড শুরু করেছেঅত্যধিক বেদনা, শীতবোধ, তন্দ্রাভাব ঋতুকালে পা ফুলিয়া ওঠে,স্তনে দুধ দেখা দেয়।স্রাব কেবল মাত্র দিনের বেলায় হয়। নম্র স্বভাব, ক্রন্দনশীলা, কোমর হইতে জরাযুর মুখ পর্যন্ত বেদনা। স্রাবের সহিত বড় বড় রক্তের চাপ। থাকিয়া থাকিয়া স্রাব, স্রাবের সহিত যন্ত্রনা ও শীত।

একোনাইট নেপিলাস: শীতকালে ঠান্ডা বাতাস লাগিয়া হঠাৎ ঋতুস্রাব বন্ধ হইয়া দারুন যন্ত্রনায় রোগী একেবারে অস্হির হইয়া পড়ে এবং মৃত্যুর ভয়ে কাতর হইয়া পড়ে।

বেলেডোনা: যন্ত্রনায় মাথা একেবারে গরম হইয়া উঠে, মুখ-চোখ লাল হইয়া উঠে, স্রাব থাকিয়া থাকিয়া দেখা দেয়।স্রাব অত্যান্ত উত্তপ্ত। পর্যায়ক্রমে স্রাব ও মাথা ব্যাথা। ব্যাথা হঠাৎ আসে হঠাৎ যায়। ঋতুস্রাবের পূর্বে বেদনা, বেদনা সহসা আসে সহসা যায়, মনে হয় জরায়ু বাহির হইয়া পড়িবে এইরূপ বেদনা। সময় সময় চাপ চাপ রক্ত পড়া। কোমর তলপেট ফাটিয়া যাওয়ার মত অনুভব হয়

ক্যামোমিলা: জরায়ুতে চাপবোধ, যেন প্রসব হইবে, উরুতে ছিড়িয়া ফেলার মত বেদনা, উরুতে ও কোমরে বেদনা, কালচে রক্তচাপ, অসহ্য বেদনা, খিটখিটে স্বভাব ঝগরা বিবাদের পর ঋতুকষ্ট।যন্ত্রনায় বাড়ি শুদ্ধ লোক জনকে গালি দিতে থাকে। যন্ত্রনায় উত্তাপ প্রয়োগে উপশম হয়। সময় সময় ঋতুকষ্টের সহিত দাতের যন্ত্রনাও দেখা দেয়। এই রোগীর জন্য ক্যামোমিলা উপযোগী।

কলোসিন্থ: ক্রদ্ধ হইবার পর ঋতুকষ্ট। যন্ত্রনা চাপিয়া ধরিলে কমিয়া যায়। উত্তাপে উপশম বোধ হয় (ম্যাগ-ফস)। ব্যাথার চোটে রোগী সোজা হইয়া দাড়াইতে পারে না।

নাক্স ভূমিকা: এই প্রতিকারটি নির্দেশিত হতে পারে যখন একজন মহিলার অনিমিত মাসিকের সম সংকুচিত ব্যথা সহ মলদ্বার বা টেইলবোনের উপরের অংশে প্রসারিত হতে পারে। মহিলাটি অধৈর্য, ​​খিটখিটে এবং সহজেই বিরক্ত হতে থাকে। শীতলতা এবং কোষ্ঠকাঠিন্যও সাধারণ। মানসিক চাপ, রাগ, শারীরিক পরিশ্রম, উদ্দীপক, শক্তিশালী খাবার এবং অ্যালকোহল জিনিসগুলিকে আরও খারাপ করে তুলতে পারে। উষ্ণতা এবং বিশ্রাম প্রাই সাহায্য করেকুদ্ধ হইবার পর বা রাত্রি জাগোরণ এর পর ঋতুকষ্ট। যন্ত্রণার সহিত ক্রমাগত মল ত্যাগের ইচ্ছা বা মুত্র ত্যাগের ইচ্ছা।

সেনিসিও অরিয়াস: ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হইয়া কাশি, যক্ষা, কাশি রাত্রে বৃদ্ধি পায়। ঋতুস্রাব বাধা প্রাপ্ত হইয়া প্রস্রাবদ্বার বা অন্য কোন দ্বার দিয়ে রক্ত স্রাবজনিত শোথ।

ল্যাকেসিস: ঋতু বেশ অনিয়মিত,কিন্তু স্রাবের পূর্বে ও পরে যন্ত্রনা।

গ্রাফাইটিস: স্থুলকায়, সঙ্গমে অনিচ্ছা, কোষ্ঠবদ্ধ। স্রাব অল্প ও অত্যান্ত যন্ত্রনা দায়ক। পায়ে ঠান্ডা লাগিয়া ঋতু রোধ।

ম্যাগ-ফস: ব্যাথা চাপিয়া ধরিলে ও উত্তাপ প্রয়োগ উপশম।

ম্যাগ-কার্ব: ঋতুকালে গলা ব্যাথা ও গলার মধ্যে ঘা, স্রাব অত্যান্ত কালো, ধুইলে পরিস্কার হয় না। কেবল মাত্র রাত্রে নিদ্রাকালে স্রাব।

জ্যাবোরান্ডি: ঋতুকষ্টের সহিত মাথা ব্যাথা, অতিরিক্ত লালা নিঃসরণ, গর্ভবস্হায় শোথ, প্রসবকালিন আক্ষেপ, স্তন্যের অভাব, মুত্রকষ্ট, কর্নমুল প্রদাহ, ছানি।

ভাইবার্নাম ওপিউলাস: ঋতু প্রকাশ পাইবার পূর্বে পেটে নিদারুন যন্ত্রনা। ঋতুকষ্টের সহিত মনে হইতে থাকে শ্বাস প্রশ্বাস এবং হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হইয়া য়াবে, পায়ে খিলধরা। প্রসব বেদনার ন্যায় কোমর হইতে জরায়ুর মুখ পর্যন্ত ছুটিয়া আসে। ব্যাথা চাপে উপশম, রোগী উঠিয়া বসিতে গেলেমাথা ঘুরায়। স্রাব কিছুক্ষণের জন্য বন্ধ থাকিয়া পুনরায় নির্গত হইতে থাকে, স্রাবের দাগ উঠিতে চায় না । গর্ভাবস্হায় পেটে কিম্বা পায়ে খিল ধরা।লিউকরিয়া। গর্ভপাত বন্ধ করে (স্যাবাইনা)।

মেডোরিনাম: সাইকোসিসের দোষবশত দারুণ ঋতুকষ্ট। রোগী বরফ ও বাতাস খাইতে পছন্দ করে, স্রাব কাল বর্ণের। ধুলেও দাগ উঠে না।

আষ্টিলেগো: জরায়ুর দোষবশত প্রচুর ঋতুস্রাব, স্রাব বন্ধ হইলে বাম স্তনে ব্যথাবোধ। গর্ভবর্তী স্ত্রীলোককে আষ্টিলেগো প্রয়োগ করা উচিত নয়।

এমোন-কার্ব: ঋতুকালে ভেদবমি, স্রাব এত ক্ষতকর উরু হাজিয়া যায়। স্রাবের সহিত দন্ডশুল বা পেটব্যাথা, টনসিল প্রদাহ, প্রাতে মুখ ধুইবার সময় নাক দিয়া রক্ত স্রাব।

গসিপিয়াম: থাকিয়া থাকিয়া ব্যাথা, গর্ভবস্হায় গা বমি, কিন্তু নিম্নশক্তি গর্ভস্রাব ঘটায় ও বন্ধাত্ব দোষের মহৌষধ।

জ্যান্হজাইলাম: ইহাতেও ঋতুকষ্ট অত্যান্ত প্রবল। উদাস ভীরু দক্ষিণ ডিম্বকোষে ব্যথা কোমর হইতে উরুদেশ পর্যন্ত, শ্বাস-রুদ্বকর, টিউমার. ক্যান্সার।

সিমিসিফুগা: প্রসব বেদনার ন্যায় বেদনা, তলপেটে টাটানি, পৃষ্ঠদেশ বেদনা, উরুতে ও কোমরে বেদনা, প্রচুর বা অল্প পরিমানে রক্তস্রাব, বমি, স্তনের নীচে বেদনা, ইহা বাধকের উৎকৃষ্ট ঔষধ। পালসেটিলা উপকার না হইলে ইহা ব্যবহার্য। বাচাল, মুর্ছাবায়ুগ্রস্হ ও বাত রোগ গ্রস্হ স্ত্রী লোকদের জন্য ফলপ্রদ। রোগীনির স্রাব বৃদ্ধিপায় বেদনা ততই বৃদ্ধি পায়, ব্যাথা কোমরের এব প্রান্ত হইতে অপর প্রান্তে ছুটিতে থাকে। এই রোগী যে পার্শে চাপিয়া শুইতে চাহেন সেই পার্শে মাংশপেশী অত্যন্ত স্পন্দিত হইতে থাকে।

কলোফাইলাম: তলপেটে সূচ বেঁধার মত বেদনা, প্রচুর স্রাব

বোরাক্স: জরায়ুতে আক্ষেপঋতুশূল, বন্ধাত্ব্ থাকিলে উপযোগী, নীচের দিকে নামতে ভয়, পেটের বামদিকে অধিক বেদনা।

সাবিনা: এই প্রতিকারটি লাল রক্ত ​​​​জমাট বাঁধার সাথে প্রচুর এবং বেদনাদাক পিরিড এবং উরুর মূলে ছড়িয়ে পড়া ব্যথা থেকে মুক্তি দে

সেপিয়া: এই প্রতিকারের ইঙ্গিতগুলির মধ্যে রয়েছে বেদনাদা, দেরিতে বা চাপা ঋতুস্রাব, কখনও কখনও এমন অনুভূতি হ যে পেলভিক মেঝে দুর্বল বা জরায়ু ঝুলে যাচ্ছে। মহিলাটি বিরক্ত, টেনে নিয়ে যাওয়া এবং দুঃখ বোধ করতে পারে – বৈবাহিক এবং পারিবারিক মিথস্ক্রিয়াতে সাময়িকভাবে আগ্রহ হারিয়ে ফেলে, একা থাকতে চা। স্যাঁতসেঁতে, ঘাম, এবং ঘরের কাজ করা লক্ষণগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে। উষ্ণতা এবং ব্যায়া, বিশেষ করে নাচ, প্রাই মহিলার দৃষ্টিভঙ্গি উজ্জ্বল করে এবং কিছু শক্তি পুনরুদ্ধার করে

ভেরাট্রাম অ্যালবাম: ঋতুস্রাব খুব ভারী প্রবাহ এবং ক্র্যাম্পিং সহ ক্লান্তি, ঠাণ্ডা, এমনকি বমি এবং ডারিয়ার অনুভূতি এই প্রতিকারের ইঙ্গিত। পিরিড খুব তাড়াতাড়ি শুরু হতে পারে এবং খুব দীর্ঘ চলতে পারে। অস্বস্তি প্রাই রাতে এবং ভিজা, ঠান্ডা আবহাওয়াতে আরও খারাপ হ। উষ্ণ পানী, ব্যায়া, বা অন্ত্র সরানো জিনিসগুলিকে আরও খারাপ করে তুলতে পারে। ছোট খাবার, কোল্ড ড্রিঙ্কস এবং গরম কাপড় বা কভারে মোড়ানো স্বস্তি আনতে পারে

প্রতিকার

গরম সেকা দিলে যদি আরাম পাওয়া যায় তাহলে মাসিকের সময় বিশ থেকে পচিশ মিনিট করে দিনে দুই বা তিন বার গরম সেকা দিতে হবে। আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার নিয়মিত খেতে হবে।

1) কষ্টরজ – DYSMENORRHEA, (214)  3 AM-C, 3 BELL, 3 CACT, 3 CALC-P, 3 CHAM, 3 CIMIC, 3 COCC, 3 ERIG,  3 KALI-C, 3 MAG-P, 3 MILL, 3 PSOR, 3 PULS, 3 SULPH, 3 UST, 3 VERAT-V3 VIB3 XAN, এখানে ২১৪ টি ঔষধ থেকে প্রথম গ্রেডের ঔষধ সমূহ দেয়া হয়েছে। 

2) কষ্টরজ, রাগ হলে – DYSMENORRHEA, anger, from (2)

3) কষ্টরজ, স্রাব শুরু হওয়ার সময় – DYSMENORRHEA, beginning at (8)

4) কষ্টরজ, তার সহিত ঢেকুড়-উদ্গার – DYSMENORRHEA, belching, with (1)

5) কষ্টরজ, পেছন দিকে ঝুঁকলে বা বাকা হলে উপশম – DYSMENORRHEA, bending back amel. (2)

6) কষ্টরজ, পেছন দিকে ঝুঁকলে বা বাকা হতে বাধ্য হয় – DYSMENORRHEA, bending back amel. double, must (3)

7) কষ্টরজ, তার সহিত কালো রঙের রক্ত – DYSMENORRHEA, blood, black, with (2)

8) কষ্টরজ, তার সহিত সমস্ত শরীরে কালির দাগের মত দাগ – DYSMENORRHEA, blotches, all over, body, with (1)

9) কষ্টরজ, শীতলতার, সহিত – DYSMENORRHEA, chill, with (2)

10) কষ্টরজ, ঠাণ্ডা, হওয়ার পড়ে – DYSMENORRHEA, cold, after becoming (2)

11) কষ্টরজ, তার সহিত শীতার্ততা – DYSMENORRHEA, coldness, with (1)

12) কষ্টরজ, শূলবেদনার, পরে – DYSMENORRHEA, colic, after (3)

13) কষ্টরজ, তার সহিত আক্ষেপের – DYSMENORRHEA, convulsions, with (4)

14) কষ্টরজ, দুপুর অথবা রাতের খাবারের পড়ে – DYSMENORRHEA, dinner or supper, after (1)

15) কষ্টরজ – DYSMENORRHEA, discharge of clots amel. (1)

16) কষ্টরজ, আবেগময় অবস্থায় – DYSMENORRHEA, emotions, from (2)

17) কষ্টরজ, ঋতুস্রাবের শেষের দিকে – DYSMENORRHEA, end, of menses (1)

18) কষ্টরজ – DYSMENORRHEA, excitement, from (1)

19) কষ্টরজ, তার সহিত মুর্ছায় যায় – DYSMENORRHEA, fainting, with (4)

20) কষ্টরজ, পা দিয়ে কিছুতে চেপে রাখলে উপশম – DYSMENORRHEA, feet pressing, against support, amel. (1)

21) কষ্টরজ, পা ভিজা, থাকার ফলে – DYSMENORRHEA, feet wet, from getting (10)

22) কষ্টরজ, তার সহিত অল্প কয়েক ফোটা রক্ত নির্গত হয় – DYSMENORRHEA, few drops of blood, with (1)

23) কষ্টরজ, প্রথম দিনে – DYSMENORRHEA, first day (2)

24) কষ্টরজ, পেটফাঁপার, সহিত – DYSMENORRHEA, flatulence, with (1)

25) কষ্টরজ, স্রাব প্রবাহিত হলে, উপশম – DYSMENORRHEA, flow, amel. (6)

26) কষ্টরজ, স্রাব প্রবাহিত হলে, উপশম তার সহিত স্রাবের পরিমাণ অত্যল্প – DYSMENORRHEA, flow, amel. amel. with scanty (3)

27) কষ্টরজ, শুধু মাত্র স্রাব প্রবাহিত হলে বেদনা হয়না – DYSMENORRHEA, flow, amel. only in the absence of pain (3)

28) কষ্টরজ, যত স্রাব তত বেদনা – DYSMENORRHEA, flow, amel. the more the flow, the more the pain (7)

29) কষ্টরজ, যত কম স্রাব তত বেশি বেদনা –DYSMENORRHEA, flow, amel. the smaller the flow, the greater the pain (1)

30) কষ্টরজ, ভয় পাওয়া হতে – DYSMENORRHEA, fright, from (1)

31) কষ্টরজ, ভয়ঙ্কর – DYSMENORRHEA, frightful (3)

32) কষ্টরজ, ভয়ঙ্কর ভাবে বেদনা, ক্রন্দন করে ও উচ্চ চিৎকার করে – DYSMENORRHEA, horrible pain, crying and screaming (9)

33) কষ্টরজ তার সহিত শিশু সুলভ আচরণ – DYSMENORRHEA, infantilism, with (1)

34) কষ্টরজ, বন্ধ্যা মহিলাদের – DYSMENORRHEA, infertility, in (3)

35) কষ্টরজ, তার সহিত ঝাঁকি দিয়ে উঠে – DYSMENORRHEA, jerks, with (1)

36) কষ্টরজ, শয়ন করলে উপশম – DYSMENORRHEA, lying amel. (1)

37) কষ্টরজ, পা প্রসারিত করে চিত হয়ে শয়ন করলে উপশম – DYSMENORRHEA, lying amel. back on, with legs stretched (1)

38) কষ্টরজ, রজনিবৃতির প্রাক্কলে – DYSMENORRHEA, menopausal, period (1)

39) কষ্টরজ, গর্ভস্রাব/গর্ভপাতের পরে – DYSMENORRHEA, miscarriage, after (1)

40) কষ্টরজ, তার সহিত বমিভাব ও বমি – DYSMENORRHEA, nausea and vomiting, with (5)

41) কষ্টরজ, কোন অবস্থানে বেদনার উপশম হয়না – DYSMENORRHEA, no relief in any position (1)

42) কষ্টরজ, ঘর্ম দমন করার ফলে – DYSMENORRHEA, perspiration, from checked (1)

43) কষ্টরজ, অকালপরিণত – DYSMENORRHEA, premature (21) 1 am-c, 2 calc, 1 caust, 1 cocc, 1 con, 1 cycl, 1 ign, 2 kali-c, 1 lam, 1 lil-t, 2 mag-p, 1 nat-m, 2 nux-v, 1 ol-an, 1 phos, 1 sabin, 1 sep, 1 sil, 1 sin-n, 2 sulph, 2 xan

44) কষ্টরজ, তার সহিত জননাঙ্গের স্থানচ্যুতি – DYSMENORRHEA, prolapse, with (2)

45) কষ্টরজ, বয়ঃসন্ধি কালে – DYSMENORRHEA, puberty, at (3)

46) কষ্টরজ, বাতজ – DYSMENORRHEA, rheumatic (6)

47) কষ্টরজ, তার সহিত চিৎকার করে কান্না করে – DYSMENORRHEA, screams, with (3)

48) কষ্টরজ, তার সহিত যৌন ক্রিয়া করার ইচ্ছা জাগে – DYSMENORRHEA, sexual desire, with (1)

49) কষ্টরজ, আক্ষেপিক, স্নায়ুশুল প্রকৃতির – DYSMENORRHEA, spasmodic, neuralgic (24)

50) কষ্টরজ, আক্ষেপিক, স্নায়ুশুল প্রকৃতির, তার সহিত জরায়ুতে রক্তসঞ্চয় – DYSMENORRHEA, spasmodic, neuralgic uterine congestion, with (9)

51) কষ্টরজ, তার সহিত মুত্রকৃচ্ছতা – DYSMENORRHEA, strangury, with (1)

52) কষ্টরজ, শীতল ঘর্মের পরে – DYSMENORRHEA, sweat, cold, after (1)

53) কষ্টরজ, ঊরুতে ব্যথা – DYSMENORRHEA, thighs down (7)

54) কষ্টরজ, তার সহিত ঘন ঘন মুত্রত্যাগ – DYSMENORRHEA, urination, frequent, with (1)

55) কষ্টরজ, হাটাচলায় বৃদ্ধি – DYSMENORRHEA, walking, agg. (1)

56) কষ্টরজ, হাটাচলায় উপশম – DYSMENORRHEA, walking, agg. amel. (1)

57) কষ্টরজ, উষ্ণতা বা গরম সেঁকায় উপশম – DYSMENORRHEA, warmth amel. (7)

58) কষ্টরজ, ধৌত করলে উপশম – DYSMENORRHEA, washing, amel. (1)

59) কষ্টরজ, ভিজা অবস্থায় থাকার পরে – DYSMENORRHEA, wet, after getting (3)

60) যৌন ক্রিয়া করার ইচ্ছা বর্ধিত, তার সহিত কষ্টরজ – SEXUAL, behavior increased dysmenorrhea, with (1)

61) কফি খাওয়ার ইচ্ছা জাগে কষ্টরজের সময় – COFFEE, desires dysmenorrhea, in (1)

62) হাতে ঘর্ম হয় কষ্টরজের সময় – Hands PERSPIRATION dysmenorrhea (1)

63) শব্দ স্পর্শকাতর কষ্টরজের সময় – SENSITIVE to sounds dysmenorrhea, in (1)

64) হৃৎপিণ্ডে অবিরাম, বেদনা তার সহিত কষ্টরজ – Heart ACHING, pain dysmenorrhea, with (2)

65) হৃৎপিণ্ডে হাত দিয়ে চেপেধরা বা খাবি খাওয়া অনুভূতি, কষ্টরজের সময় (1)      Heart GRASPING sensation, dysmenorrhea, in (1)

66) হৃৎপিণ্ডে তীক্ষ্ণ বেদনা তার সহিত কষ্টরজ – Heart SHARP, pain dysmenorrhea, with (1)

67) হৃৎপিণ্ডে তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা, কষ্টরজর সময় – Heart SHOOTING, pain dysmenorrhea, in (1)

68) নিতম্বদেশে থেঁতলান বেদনা, (যেন প্রহার করা হয়েছে) কষ্টরজের সময় – Hips BRUISED pain, (beaten, as if,) dysmenorrhea, in (1)

69) বেদনা কিডনিতে, কষ্টরজের সময় – PAIN, kidneys menses, during dysmenorrhea, in (1)

70) কলিজায় রক্তজমা, কষ্টরজ, তার সহিত দুর্বল অবস – Liver – CONGESTION, dysmenorrhea, with, in feeble, torpid subjects (1)

71) কলিজায় বেদনা, কষ্টকর ঋতুস্রাবের সময় – Liver – PAIN, menses, during dysmenorrhea, with (1)

72) ঠাণ্ডা ঘর্ম কষ্টরজের সময় – COLD, sweat dysmenorrhea, in (2)

73) বাউন্ডিং নাড়ি স্পন্ধন কষ্টরজের সময় – BOUNDING, pulse dysmenorrhea, in (1)

74) ইরিটেবল নাড়ি স্পন্ধন কষ্টরজের সময় – IRRITABLE, pulse dysmenorrhea, in (1)

75) দ্রুত নাড়ি স্পন্ধন কষ্টরজের সময় – QUICK, pulse dysmenorrhea, in (1)

76) পাতলা নাড়ি স্পন্ধন  কষ্টরজের সময় – THIN, pulse, dysmenorrhea, in (1)

77) পাতলা নাড়ি স্পন্ধন ও বিসর্প, কষ্টরজের সময় – THIN, pulse, dysmenorrhea, in erysipelas, in (1)

78) পাতলা নাড়ি স্পন্ধন, তামাক বিষাক্ততা জনিত কষ্টরজের সময় – THIN, pulse, dysmenorrhea, in tobacco poisoning, in (1)

79) পায়ু পথে বায়ু নিস্বরন হয়, তার সহিত কষ্টরজ – FLATUS, rectal, dysmenorrhea, with (1)

80) অনিদ্রা, কষ্টরজের সময় – INSOMNIA, dysmenorrhea, in (2)

81) অনিদ্রা, ঋতুস্রাবের সময় জরায়ুর স্থানচ্যুতি অথবা জরায়ুর উপদাহ, তার সহিত কষ্টরজ – INSOMNIA, menses, during prolapsus uteri or uterine irritation, with dysmenorrhea, with (1)

82) বিশৃঙ্খল, দৃষ্টিশক্তি কষ্টরজের সময় – CONFUSED, vision menses, dysmenorrhea, in (1)

83) প্রবেশদ্বার সিস্টেমে, রক্তজমা কষ্টরজ এবং অর্শের ফলে – PORTAL system, congestion dysmenorrhea and piles, resulting in (1)

84) মূত্রের বেগ, বেদনাদায়ক, মুত্রত্যাগ কষ্টকর, কষ্টরজ অবস্থায় – URGING, painful, urination dysmenorrhea, during (3)

85) বেদনা, বাম স্তনে তার সহিত কষ্টরজ – Breasts PAIN, left dysmenorrhea, with (1)

86) স্তনে তীক্ষ্ণ, বেদনা তার সহিত কষ্টরজ – Breasts SHARP, pain dysmenorrhea, with (1)

87) স্তনে তীক্ষ্ণ বেদনা, তার সহিত শিশু পালন করা অবস্থায় কষ্টরজ – Breasts SHARP, pain dysmenorrhea, with nursing, when (1)

88) ক্ষতকর বা স্পর্শকাতর বেদনা, তার সহিত কষ্টরজ – Breasts SORE, pain dysmenorrhea, with (2)

89) বালিকাদের অনিয়মিত কষ্টকর মাসিক – GIRLS, menses irregular, dysmenorrhea (1)

90) গণ্ডমালা ধাতু গ্রস্থের কষ্টরজ – SCROFULOUS, constitutions dysmenorrhea (1)

91) দুর্বল, রোগাটে ধাতু গ্রস্থের কষ্টরজ – WEAKLY, sickly, constitutions dysmenorrhea (1)

92) অতিরিক্ত লাজুক স্বভাবের, স্নায়বিক মেজাজ, গ্রস্থ নারীদের কষ্টরজ – WOMEN, spare habit, delicate, nervous temperament, dysmenorrhea (1)

93) ভয়ঙ্কর, স্বপ্ন দেখা, কষ্টরজর সময় – FRIGHTFUL, dreams, dysmenorrhea, in (1)

94) মুখমণ্ডল লাল, কষ্টরজ অবস্থায় – Face RED, dysmenorrhea, during (2)

 

বাদক বেদনা বা ঋতুকালীন বেদনার ঔষধ নির্ঘন্ট

১) জরায়ুতে বেদনা: কলোফাইলাম, সিমিসি 200 থেকে অন্যান্য শক্তি।

২) তলপেটে বেদনাঃ কলোফাইলাম 200 থেকে অন্যান্য শক্তি।

3) কোমড়, উরু ও পায়ে বেদনা 200 থেকে অন্যান্য শক্তি।

4) ঋতুকালে তীব্র বেদনাঃ জ্যান্থকজাইলাম Q, ভাইবার্নাম অপু Q, বেরেডোনা Q, কলোসিন্থ Q, ম্যাগফস 3x।

5) স্বল্পস্রাবসহ তীব্র বেদনাঃ ভাইবার্নাম অপু, কলোফাইলাম, পালস, মিমিসি।

৬) বেশি স্রাবসহ তীব্র বেদনাঃ জ্যান্থকজাইলাম Q।

৭) বেদনা স্রাবে উপশমঃ ল্যাকেসিস, সিপিয়া, জিন্কাম, কলোফাইলাম, ল্যাকক্যান, জ্যান্থকজাইলাম, সাইক্লামেন।

৮) গরম স্যাকে ব্যথার উপশমঃ সিমিসি, ম্যাগফস, কেলিকার্ব, ব্রায়ো, কলোসিন্থ।

৯) ঠান্ডায় ব্যথার উপশমঃ পালস, এপিসি 200 থেকে অন্যান্য শক্তি।

10) বেদনা স্রাবে বৃদ্ধিঃ সিমিসি, টিউবার, থুজা, পালস 200 থেকে সেব্য।

11) চাপনে ব্যথার উপশমঃ ব্রায়োনিয়া, কলোসিন্থ 30 থেকে সেব্য।

12) ভীষণ প্রকৃতির বাদক বেদনাঃ জ্যান্থকজাইলাম Q ৪/৫ ফোটা পানিসহ দিনে ৩/৪ বার সেব্য। স্রাব শেষে 200 থেকে অন্যান্য শক্তি সেবনে তড়িৎ উপশম পাওয়া যায়।

13) ডাঃ জর্জ রয়েল এর মতে বাদক বেদনায় স্রাব আরম্ভের পূর্বে সিমিসিফিউগা 3x ৫ ফোটা করে ৩ ঘন্টা পর পর সেব্য।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Ads

Ads