হুপিং কাশি (Whooping Cough) এর হোমিওপ্যাথিক চিকিৎসা
হুপিং কাশি (Whooping Cough) শিশুদের হুপিং কাশি এক মারাত্মক ব্যাধি। হুপিং কাশি সব বয়সের লোকেদের হতে পারে, তবে শতকরা ৯০ ভাগ আক্রান্ত রোগীই ৫ বছরের ভেতরের শিশু। হুপিং কাশি সাংঘাতিক রকমের সংক্রামিত অসুখ। শুকনো কাশি, দম আটকানো কাশির প্রকোপ—যেন চোখ ঠিকরে বেরিয়ে আসবে। কাশির শেষ হয় হুপের টানে (Deep Inspiration with loud noise) এবং বেশ শব্দ করে। হুপিং কাশির প্রথম অবস্থায় নাক দিয়ে প্রচুর জল পড়তে থাকে (Cattarrhal stage), পরবর্তীকালে শুধুই কাশি একটার পর একটা দম আকানো কাশি এবং হুপ্ টেনে শেষ । একটা দমকা কাশির পর রোগী ভীষণ কাহিল হয়ে পড়ে। হুপিং কাশি রোগ জীবাণুর নাম বড়ডেটেলা পারটুসিস্ (Bordetella pertussis) এবং রোগ বাতাসের মাধ্যমে এক থেকে অন্যজনে সংক্রামিত হয়। রোগটি শ্বাস তন্ত্রের উপরের অংশকে আক্রান্ত করে। শুরু হয় চোখওঠা, হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়া ইত্যাদি দিয়ে। তখন হুপিং কাশি হয়েছে বলে বোঝা যায় না। পরে যখন শুধুই দমকা কাশি শুরু হয় তখন আর বুঝতে অসুবিধা হয় না। হুপিং কাশির সঙ্গে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া হতে দেখা যায়। শ্বাস প্রশ্বাস ভীষণভাবে বেড়ে যায়। মুখ মণ্ডল নীলাভ হয়ে উঠে বা রক্তিমাভ হয়ে উঠে। প্রখ্যাত হোমিওপ্যাথরা মনে করেন হুপিং কাশির আক্রমণ বড় রকমের ফুসফুসের অসুখের পূর্বাভাষ। এবং যক্ষ্মার সমগোত্রীয় অসুখ।
হোমিওপ্যাথি চিকিৎসা: হুপিং কাশির প্রথম অবস্থায় আর্ণিকা, কার্বো ভেজ, ড্রসেরা, ইপিকাক, বেলেডোনা খুবই ভাল
ঔষুধ। বিশেষ অবস্থায় অ্যান্টিম টার্ট, সিনা,
কিউপ্রাম্ মেট, মেফাইটিস, কক্কাস ক্যাকটাই, এবং পাটুসিন প্রয়োজনে আসে।
আর্ণিকা মন্টানা ৩০
১। বয়ষ্কদের কাশির সঙ্গে বুকে ব্যাথা (Pleurodynia) থাকলে, হার্টের গণ্ডোগোলের সঙ্গে বুকে ব্যথা
(Angina
pectoris) শুরু হলে, কাশির সঙ্গে রক্ত দেখা দিলে আর্ণিকা মহৌষধ।
২। আর্ণিকা মাংসপেশীর টোন ফিরিয়ে আনে।
কার্বোভেজ ৩০
যদি রোগের প্রথম অবস্থাতেই রোগীর শরীরে প্রচুর ঘাম দেখা দেয়, কপাল, হাত পা কনকনে
ঠাণ্ডা হতে শুরু করে, অবিরত বাতাস করতে
বলে তাহলে কার্বো ভেজ অবধারিত ঔষুধ। এক্ষেত্রে কার্বোভেজ দু/এক মাত্রা রোগের
প্রসারতা কমিয়ে দেয় ৷
ড্রসেরা ৩০
১। ড্রসেরা হুপিং কাশির মোক্ষম ওষুধ। দমকা হুপিং কাশি, বিশেষ করে মাঝ রাত্রে বা ঠিক তার পরেই বাড়ে৷ রাত্রে শুলে
কাশি বাড়ে।
২। একটার পর একটা কাশির দমক, বেশীর ভাগ হুপিং
কাশি ড্রসেরাতেই নিরাময় হয়।
৩। কাশির সঙ্গে গলা বসে যায় (Hoarseness) ভাঙ্গা কাঁসির মত কাশির আওয়াজ।
৪। ল্যারিংস এর যক্ষ্মার খুব ভাল ঔষধ ড্রসেরা। টিউবারকুলিনাম
বোভিনাম আর একটি ভাল ঔষুধ ল্যারিংস এর
যক্ষ্মার,
যদি ফ্যামিলিতে যক্ষ্মার ইতিহাস থাকে এবং যদি রোগীর অল্পতে
ঠাণ্ডা লাগার প্রবণতা থাকে।
বেলেডোনা ৬
১। বেলেডোনার কাশি রাত্রে বাড়ে, শুলে বাড়ে৷
২। কাশির দমক খুবই বেশী, ছোট ছোট শুকনো কাশি, স্বরযন্ত্রে আড়ষ্ট ব্যথা, বাঁশির মত বা ধরা গলার (Hoarse) আওয়াজ কাশির মধ্যে।
৩। এসব থাকা সত্বেও বেলেডোনার মুখে চোখে রক্তের উচ্ছ্বাস থাকা চাই-ই। সেই
সঙ্গে হাত পা ঠাণ্ডা হয়ে যাওয়া লক্ষ্য করা যায়। অ্যান্টিম
টার্ট ৩০
১। হুপিং কাশিতে অ্যান্টিম টার্ট তখনই বিবেচিত হবে যখন দেখা যাবে— হুপিং কাশির সঙ্গে নিউমোনিয়া বা
ব্রঙ্কোনিউনিয়ার মত লক্ষণাবলী ফুটে উঠেছে।
২। খুব ঘন ঘন নিশ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং ছাড়ছে, বুকে ঘড় ঘড় আওয়াজ হচ্ছে (much rattling of mucus in the
chest), সর্দি বার করতে পারছে না।
তন্দ্রাচ্ছন্ন ভাব, প্রচণ্ড দুর্বলতা
ইত্যাদি বর্তমান ।
৩। অ্যান্টিম টার্টে জল পিপাসা কম থাকে৷ জিহ্বা পুরু সাদা প্রলেপযুক্ত হয়।
৪। গরম ঘরে রোগের বৃদ্ধি হতে দেখা যায়। ঠাণ্ডা বাতাস ভালবাসে।
কক্কাস ক্যাকটাই 30
১। কক্কাস হুপিং কাশির আর একটি খুব ভাল ঔষুধ।
২। এক্ষেত্রে কাশির দমকের সঙ্গে প্রচুর
হড়হড়ে,
চটচটে মিউকাস বা সর্দি নির্গত হয়। ক্যালি বাইক্রোমিকামের মত
সুতোর মত সর্দি থাকতে পারে তবে সর্দির রঙ সাদা জলের মত, ক্যালি বাই এর মত হলদে এবং চটচটে নয়।
৩। কক্কাস প্রেসক্রিপসন হবে তখনই যখন দেখা যাবে—কাশির দমক কম পড়ছে সর্দি বা মিউকাস
গলা থেকে বেরিয়ে আসার পর।
কিউগ্রাম মেট ৩০
কিউ গ্রাম হুপিং কাশির একটি ভালো ঔষুধ হিসাবে পরিগণিত হতে পারে যদি দেখা যায়—
১। কাশির সঙ্গে বা কাশির ঠিক আগে বুকের মাংস পেশীতে আক্ষেপ এবং টান দেখা দিচ্ছে।
২। কাশি ঠাণ্ডা জল খেলে কম পড়ছে।
৩। কাশি শেষ রাত্রি ৩টার সময় বাড়ছে।
মেফাইটিস ৩০
১। মেফাইটিসে হুপিং কাশি প্রচণ্ড রকমের। গলায় সংকোচনের ফলে দম আটকে যাচ্ছে। প্রশ্বাস
ফেলতে পারছে না। খাদ্যবস্তু বা মিউকাস শ্বাসনালীর মধ্যে প্রবেশ করে নালীর পথ বন্ধ
করে দিচ্ছে।
২। মেফাইটিসের কাশি দিনের বেলা থাকতে পারে, কিন্তু অবধারিতভাবে রাত্রিকালে প্রচণ্ড আকার ধারন করে।
ইপিকাক ৩০
1। ইপিকাক হুপিং কাশির ভালো ঔষুধ হবে তখনই যখন দেখা যাবে— প্রচণ্ড এবং দমকা কাশি সঙ্গে রয়েছে
বমি বমি ভাব (Constant and Incessant Cough & nausea)) এবং সেই সঙ্গে বমি।
২। রক্ত বমি (Haematemesis) বা কাশি ও
সর্দি বা শ্লেষ্মার সঙ্গে রক্ত (Hamoptysis) দেখতে পাওয়া
যায়।
৩। সব সময়ের জন্য বমি বমি ভাব ইপিকাকে নির্দ্দিষ্ট, রক্তবমি বা কফের সঙ্গে রক্তও নির্দ্দিষ্ট।
ক্যালি বাইক্রম ৩০ হুপিং কাশির সঙ্গে চটচটে, সুতোর মত হলদে রঙের শ্লেষ্মার নির্গমণ থাকতে হবে। এবং কাশি
রাত্রি ৪টা থেকে ৫টার মধ্যে বৃদ্ধি থাকতে হবে।
সিনা ২০০
হুপিং কাশির সঙ্গে ক্রিমির লক্ষণাবলী
বর্তমান থাকলে তখনই সিনাকে চিন্তার মধ্যে আনতে হবে।
কোরেলিয়াম রুব্রাম ৩০
হুপিং কাশিতে কোরেলিয়াম ভাল ঔষুধ কিন্তু প্রেসক্রিপসন করা খুবই কঠিন। কারণ যে
লক্ষণের উপর ভিত্তি করে তা করতে হয় তা হচ্ছে—Miniute gun Cough অথ্যাৎ প্রতি মিনিটে অসংখ্যবার কাশি।
মেডোরাইনাম ২০० দুটো লক্ষণের উপর ভিত্তি করে মেডোরাইনাম হুপিং কাশিতে
নির্বাচন করতে হয়-
১। কাশি পেটের উপর চেপে শুলে কম পড়ে৷
২। ফ্যামিলিতে সাইকোসিস দোষের ইতিহাস থাকা চাই-ই। হাঁপানি, বাত অনেকেরই থাকতে দেখা যায়।
পার্টুসিন ২০০
পার্টুসিন একটি নোসোড, হুপিং কাশির বিষ থেকে তৈরী। সঠিকভাবে নির্বাচিত
ঔষুধ যখন কাজ করতে অক্ষম হয় এবং রোগ ক্রমশই মারাত্মক আকার ধারণ করছে তখন একটা বা
দুটো মাত্ৰা পাটুসিন ২০০ শেষ এবং মোক্ষম অস্ত্র হিসাবে কাজ দেবে।